উপযুক্ত বিষয়ে সূত্র স্মারক 'ক' দআবরা প্রকাশিত পরিপত্র অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর আওতাধীন বিভিন্ন সেবার বিপরীতে ফি নির্ধারণ/পুন: নির্ধারণের নির্দেশেনা রয়েছে। তৎপ্রেক্ষিতে সূত্র 'খ' দ্বারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর অধিনস্থ সকল দপ্তর/স্টেশন কে অবহিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে পত্র জারি করা হয়। তবে লক্ষ্য করা যায় যে, কোনো কোনো ফায়ার স্টেশন অ্যালুলেন্স সেবার বিপরীতে ফি নির্ধারণ/পুন: নির্ধারণের নির্দেশনা অনুযায়ী নতুন হারে অ্যাম্বুলেন্স এর ভাড়া আদায় করা হচ্ছে না। এমতাবস্থায় অ্যাম্বুলেন্স এর পুন: নির্ধারিত নতুন হারে ভাড়ার হার অনুযায়ী ফি আদায় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় নির্দেশ প্রদান করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস