Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহকারী প্রকৌশলী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র, বন বিভাগ সড়ক, বুলুপাড়া, খঞ্জনপুর, জয়পুরহাট সদর, জয়পুরহাটে আগামী ৩০-০৬-২০২৫ তারিখ অগ্নি প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া প্রসংগে (ফায়ার ড্রিল) প্রদর্শণ করা হবে।       "কোভিড ১৯ সংক্রমণ হারের ঊধ্বগতি বিবেচনা করে জনসমাগমপুর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধররের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।"‌‍ ( স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)            ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের আজীবন রেশন সুবিধা প্রদান সংক্রান্ত     ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স-১৯ তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি। (ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাস)      ফায়ার সার্ভিস এর জরুরি নম্বর ১০২       ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি       অদ্য ২২-০৫-২০২৫ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট কর্তৃক বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন নথ-ওয়েস্ট ডিস্টিক অগ্নি নিরাপত্তা ও নির্বাপক বিষয়ক মহড়ার প্রদর্শণী     পুলিশ সংস্কার কমিশন কর্তৃক জনমত জরীপ ‍“কেমন পুলিশ চাই”    জানাতে ক্লিক করুণ      ফায়ার সার্ভিসের কোন ব্যর্থতা নেই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা              জয়পুরহাট ফায়ার সার্ভিস এর জরুরি সেবা পেতে কল করুন 📞০২৫৮-৯৯১৫৫৭৭,  📱 ০১৯০১-০২২২৯৯   জয়পুরহাট ফায়ার স্টেশনের নাম্বার ০১৯০১-০২২২৯৯    ক্ষেতলাল ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০৩  পাঁচবিবি ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০৫  আক্কেলপুর ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০১  কালাই ফায়ার স্টেশনের নাম্বার   ০১৯০১-০২২৩০৭    


নাগরিক সেবা

নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের 

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন 

ও ইমেইল)

(১)

(২)

(৩)
(৪)
(৫)

(৬)

(৭)

১.

অগ্নি নির্বাপণ, উদ্ধার,
প্রাথমিক চিকিৎসা:

যেকোন মাধ্যমে  সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপণ/

উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

 সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত;

মোঃ শরীফুল ইসলাম

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট

ফোন: ০২৫৮-৭৭২২৪৪৪

মোবাইল: ০১৯০১-০২২২০৮

dadjpt@fireservice.gov.bd

২.

অ্যাম্বুলেন্স;

জনসাধারণের পক্ষ হতে যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন এবং রোগী বহন করে হাসপাতাল অথবা গন্তব্যস্থলে প্রেরণ;

(বি: দ্র: মৃত দেহ এবং সংক্রামক রোগী বহন করা হয় না); 
রোগী স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত ফরম/ ফোন কলের মাধ্যমে রোগীর বৃত্তান্ত দিতে হবে যার ফর্ম সংশ্লিষ্ট সেবা কেন্দ্র/ ফায়ার স্টেশনে পাওয়া যাবে;

খ) রোগী পরিবহনের ক্ষেত্রে নন এসি অ্যাম্বুলেন্স এর জন্যঃ

১। দেশের সকল এলাকায় ৮ কিঃমিঃ 

পর্যন্ত ৩০০/- টাকা।

২। ৮ কিঃমিঃ হতে ১৬ কিঃমিঃ পর্যন্ত ৫০০/- টাকা।

৩। ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিঃমিঃ এর জন্য ১৫/- হারে যোগ হবে।

৪। রোগী পরিবহনকালে অবস্থান অপরিহায হলে প্রতি ঘন্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা।

৫। প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/-।

গ) রোগী পরিবহনের ক্ষেত্রে এসি অ্যাম্বুলেন্স এর জন্যঃ

১। দেশের সকল এলাকায় ৮ কিঃমিঃ পর্যন্ত ৫০০/- টাকা।

২। ৮ কিঃমিঃ হতে ১৬ কিঃমিঃ পর্যন্ত ১০০০/- টাকা।

৩। ১৬ কিলোমিটারের উর্ধ্বে অতিরিক্ত প্রতি কিঃমিঃ এর জন্য ২০/- হারে যোগ হবে।

৪। রোগী পরিবহনকালে অবস্থান অপরিহায হলে প্রতি ঘন্টা বা তার অংশের জন্য ওয়েটিং ফি ৫০/- টাকা।

৫। প্রতিটি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ৬০০/-।

সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত;

মোঃ শরীফুল ইসলাম

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট

ফোন: ০২৫৮-৭৭২২৪৪৪

মোবাইল: ০১৯০১-০২২২০৮

dadjpt@fireservice.gov.bd

৩.

ওয়্যারহাউজ/ ওয়ার্কশপ লাইসেন্স প্রদান; আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র,
পরিদর্শন প্রতিবেদন সন্তেোষজনক
হলে;

কাগজপত্র:

১। নির্ধারিত ফরমে আবেদন;

২। তথ্য ফরম;

৩। নকশা (ফ্লোর প্লান);

৪। জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র;

৫। জমির মূল্যায়ন

৬। ট্রেড লাইসেন্স

৭। মেমোরেন্ডাম অব
নির্ধারিত/ধার্র্যকৃত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে জমাকরণ। সর্বোচ্চ মাশুল ৫০০/- (পাঁচশত) টাকা এবং ১৫% ভ্যাট।
মূল মাশুল কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯ এবং ভ্যাট কোড নং-১-১১৩৩-০০৪০-০৩১১ তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৯০ দিন

মোঃ শরীফুল ইসলাম

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট

ফোন: ০২৫৮৭৭২২৪৪৪

মোবাইল: ০১৯০১-০২২২০৮

dadjpt@fireservice.gov.bd

৪.

ফায়ার রিপোর্ট প্রদান
(এক টাকা হতে বিশ
লক্ষ টাকা পর্যন্ত
ক্ষতির ক্ষেত্রে)
ক্ষতিগ্রস্ত ব‌্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক
প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত
আবেদন করার পর তদন্ত কমিটির
প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট
প্রদান;

কাগজপত্র :

১। আবেদন (সাদা কাগজ);

২। জিডির কপি

৩। ক্ষতিগ্রস্ত মালামালের মূল্যসহ তালিকা

৪। ক্ষতিগ্রস্ত মালামালের স্থিরচিত্র

৫। পেপার কাটিং

৬। চালানের মূলকপি

প্রাপ্তিস্থান:

উপসহকারী পরিচালকের কার্যালয়
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী।
বীমা বিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ১৫০/- (একশত পঞ্চাশ) ও ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং ১৫% ভ্যাট। মূল টাকা কোড নং-১-৭৩৬১-০০০০-২০০৯
এবং ভ্যাট কোড নং-১-১১৩৩-০০৪০-০৩১১
তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে জমা করে মূল চালান
আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
পূর্ণাঙ্গ তদন্ত
প্রতিবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে জানানো হবে;

মোঃ শরীফুল ইসলাম

উপ সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট

ফোন: ০২৫৮৭৭২২৪৪৪

মোবাইল: ০১৯০১-০২২২০৮

dadjpt@fireservice.gov.bd