Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহকারী প্রকৌশলী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র, বন বিভাগ সড়ক, বুলুপাড়া, খঞ্জনপুর, জয়পুরহাট সদর, জয়পুরহাটে আগামী ৩০-০৬-২০২৫ তারিখ অগ্নি প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া প্রসংগে (ফায়ার ড্রিল) প্রদর্শণ করা হবে।       "কোভিড ১৯ সংক্রমণ হারের ঊধ্বগতি বিবেচনা করে জনসমাগমপুর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধররের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।"‌‍ ( স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)            ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের আজীবন রেশন সুবিধা প্রদান সংক্রান্ত     ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স-১৯ তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি। (ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাস)      ফায়ার সার্ভিস এর জরুরি নম্বর ১০২       ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি       অদ্য ২২-০৫-২০২৫ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট কর্তৃক বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন নথ-ওয়েস্ট ডিস্টিক অগ্নি নিরাপত্তা ও নির্বাপক বিষয়ক মহড়ার প্রদর্শণী     পুলিশ সংস্কার কমিশন কর্তৃক জনমত জরীপ ‍“কেমন পুলিশ চাই”    জানাতে ক্লিক করুণ      ফায়ার সার্ভিসের কোন ব্যর্থতা নেই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা              জয়পুরহাট ফায়ার সার্ভিস এর জরুরি সেবা পেতে কল করুন 📞০২৫৮-৯৯১৫৫৭৭,  📱 ০১৯০১-০২২২৯৯   জয়পুরহাট ফায়ার স্টেশনের নাম্বার ০১৯০১-০২২২৯৯    ক্ষেতলাল ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০৩  পাঁচবিবি ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০৫  আক্কেলপুর ফায়ার স্টেশনের নাম্বার  ০১৯০১-০২২৩০১  কালাই ফায়ার স্টেশনের নাম্বার   ০১৯০১-০২২৩০৭      জরুরি বহির্গমন মহড়ায় টিটিএল, স্নোরকেল ও অন্যান্য স্পেসাল ভ্যাহিক্যাল ব্যবহারে অতিরিক্ত ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি  


আক্কেলপুর ফায়ার স্টেশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্টেশন অফিসারের কার্যালয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন

আক্কেলপুর

 

ফোনঃ ০২৫৮-৯৯১৮১৭৩

মোবাইলঃ ০১৯০১-০২২৩০১

ই-মেইরঃ akk.jpt@fireservice.gov.bd

                                                        


ক্রঃনং

গাড়ি/ পাম্পের নাম

সংখ্যা


ক্রঃনং

অনুমোদিত জনবল

সংখ্যা

০১

পানিবাহী গাড়ি-১৮০০ লিঃ

০১টি

০১

স্টেমন অফিসার

০১টি

০২

টু্-হুইলার ওয়াটার মিষ্ট মটর সাইকেল

০২টি

০২

সাব-অফিসার

-

০৩

পাম্প

০২টি

০৩

লিডার

০১জন


০৪

ড্রাইভার

০২ জন

০৫

ফায়ার ফাইটার

১০জন



ক্র/নং

স্টেশনের তথ্যাদি নাম

প্রয়োজনীয় তথ্য

মন্তব্

১.

টেলিফোন ও মোবাইল নাম্বার এবং ইমেইল নং

০২৫৮-৮৮৭৭৪৭৭, ০১৯০১-০২২৩০১, ০১৭৮৬-৮০৯৫২৫

fscdakkelpur@gmail.com



২.

জেলা ও উপজেলার নাম

উপজেলা-আক্কেলপুর, জেলা- জয়পুরহাট।


৩.

নির্মিত প্রকল্পের নাম

প্রকল্প-৭৮


৪.

স্টেশনের শ্রেণী

সি, শ্রেণী


৫.

জমির তথ্য (জমির পরিমাণ, মৌজা, খতিয়াণ, দাগ ও নামজারীর তথ্য)

০.৩৩ একর, মানিকপাড়া, ৪৭৭, ৫২২, মহাপরিচালকের নামে নামজারী করা হয়েছে। 


৬.

নির্মাণকাল

২০১৪ সালে।


৭.

উদ্ধোধনের তারিখ

১০/০২/২০১৬খ্রি.।


৮.

চালুর তারিখ

১৬/০২/২০১৬খ্রি.।


নিকটবর্তী স্টেশনের নাম ও দুরুত্ব

উত্তরে ক্ষেতলাল ফায়ার স্টেশন, দুরুত্ব ১৫কিঃ মিঃ। 


১০.

মঞ্জরিকৃত জনবল

১৪ জন।


১১.

কর্মরত জনবল

১৩ জন।


১২.

অনুমোদিত গাড়ি/পাম্প

(ক) গাড়ি ০২টি, (খ)  পাম্প ০২টি


১৩.

বিদ্যামান গাড়ি/পাম্প

(ক) গাড়ি ০১টি, (খ)  পাম্প ০২টি